মারকাজের কার্যক্রমসমূহ
দারুল কারার মাসজিদ ও মাদরাসা কমপ্লেক্স একটি বহুমুখী দ্বীনী কার্যক্রমের মারকাজ। যা উলামায়ে কেরাম ও দ্বীন দরদী মুসলমান ভাইদের সমন্বয়ে একটি কমিটি দ্বারাপরিচালিত।এ মারকাজের তত্ত্বাবধানে রয়েছে নিম্নোক্ত প্রতিষ্ঠানসমূহঃ

মসজিদ
উচ্চতর দাওয়াহ ও গবেষণামূলক মাদরাসা
গ্রন্থাগার ও লাইব্রেরী
দাওয়াহ সেন্টার
নওমুসলিম সেন্টার
দাওয়াহ গবেষণা ও প্রশিক্ষণ সেন্টার
মাদরিসুল কুরআনের অফিস (মক্তব-মাদরাসা প্রতিষ্ঠায় নিয়োজিত সংস্থা)
প্রকাশনা
মেহমানখানা
অন্যান্য
দান করুন
বর্তমানে কমপ্লেক্সের নামে দানপত্রমূলে দলীলকৃত ৫ (পাঁচ) শতাংশ (এবং প্রস্তাবিত ২.৫ শতাংশ) জমির উপর ১০ (দশ) তলা বিশিষ্ট ভবন নির্মাণের পদক্ষেপ প্রহণ করা হয়েছে।
ভবনের ১ম ও ২য় তলা মসজিদের জন্য এবং ৩য় থেকে ১০ম তলা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত থাকবে।
এ প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় ৭,০০,৮০,৩৮২/- (সাত কোটি আশি হাজার তিনশত বিরাশি) টাকা ব্যয় হবে। দ্বীন-দরদী সকল ভাই-বোনের নিকট উক্ত মহতি কাজে অর্থিক অনুদান দিয়ে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ করছি। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সকলের দান ও প্রচেষ্টা কবুল করুন। আমীন !
ভবনের ১ম ও ২য় তলা মসজিদের জন্য এবং ৩য় থেকে ১০ম তলা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত থাকবে।
এ প্রকল্প বাস্তবায়ন করতে প্রায় ৭,০০,৮০,৩৮২/- (সাত কোটি আশি হাজার তিনশত বিরাশি) টাকা ব্যয় হবে। দ্বীন-দরদী সকল ভাই-বোনের নিকট উক্ত মহতি কাজে অর্থিক অনুদান দিয়ে অংশগ্রহণ করার বিনীত অনুরোধ করছি। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সকলের দান ও প্রচেষ্টা কবুল করুন। আমীন !
হাদিস
“বান্দা বলে: আমার সম্পদ ! আমার সম্পদ ! অথচ সে মাত্র তিনটি বস্তুর মালিক:
- যা খেয়ে হজম করেছে
- অথবা যা পরিধান করে পুরান করেছে
- অথবা যা সদকা করে সঞ্চয় করেছে।
(অর্থাৎ সদকা করে কিয়ামতের দিনের জন্য নিজের নেকি উপার্জন করেছে)। এ ছাড়া বাকিসব ধ্বংস হবে ও তা মানুষের জন্য রেখে যাবে”। (মুসলিম; হাদীস নং ৩৯৫৯)
